হাজী আহম্মদ হোসেন মেমোরিয়াল মডেল স্কুল -এর পথ চলা শুরু হয় ৩য় জানুয়ারি ২০১৭ সালে । স্বল্প সময়ের মধ্যেই এই প্রতিষ্ঠান ভগবানগোলা-২ নম্বর ব্লক-এর মধ্যে সবচেয়ে বৃহৎ প্রাইভেট স্কুলে (ছাত্র-ছাত্রীর সঙ্গে ৬১৭ ও শিক্ষক /শিক্ষিকা সংখ্যা ২৪ জন) উত্তীর্ণ হয়েছে । এটি শুধুমাত্র ছাত্র-ছাত্রী শিক্ষক/ শিক্ষিকার সংখ্যার আধিক্যেই বৃহৎ নয়, বৃহৎ শিক্ষার গুণগতমান(Quality Education) ও পরিকাঠামাগত(Infrastructure) দিক দিয়েও, যা আমাদের কাছে আজ একটা অত্যন্ত গর্বের বিষয় । শিক্ষার গুনগত মান ও সুদৃঢ় পরিকাঠামোর উপর নির্ভর করে আজ আমাদের বেশ কিছু ছাত্র-ছাত্রী জহর নবোদয় বিদ্যালয়, আল-আমিন মিশন ইত্যাদির মতো নাম করা বিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে ।
আজ বিজ্ঞান ও প্রযুক্তি উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েছে । মানব সভ্যতাও উন্নত হয়েছে । উন্নত হয়েছে শিক্ষন- শিখন (Teaching- Learning) পদ্ধতিও । দেশ বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, দার্শনিক, শিশু মনোবিদদের বিভিন্ন শিক্ষন- শিখন পদ্ধতিকে পাথেয় করে আমরা এগিয়ে চলেছে আমাদের বিদ্যালয় । আশাকরি আপনার প্রাণের শিশু সন্তানকে এই প্রতিষ্ঠান আধুনিক শিক্ষায় সুশিক্ষিত করে একজন আদর্শ মানুষ গড়ে তুলতে পারবে । আর আপনার এই প্রত্যাশা পূরণ হলে, আমাদের এই পরিশ্রম স্বার্থক হবে ।